৪ আগস্ট থেকে সারা দেশের মফস্বল এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর কথা ছিল। কিন্তু চলমান পরিস্থিতি বিবেচনায় তা খুলছে না। শনিবার (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তুহিন।
তিনি বলেছেন, ৪ আগস্ট রবিবার থেকে মফস্বলের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও তা আপাতত বন্ধ থাকবে। এরআগে গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী ৪ আগস্ট থেকে ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হবে।
আপনার মতামত লিখুন :