মো: সিরাজুল ইসলাম: পবিত্র আশুরার এখনো দুইদিন বাকি, এরমধ্যেই লক্ষ মানুষের ঢল নেমেছে পুরান ঢাকার হোসেনী দালান ইমাম বাড়িতে। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে ৬১ হিজরির ১০ই মহরম কারবালার প্রান্তরে রসূল (স.) প্রিয় দৈহিত্র, হযরত আলী এবং খাতুনে জান্নাত ফাতেমা (রা) নয়নের মনি কলিজার টুকরো ইমাম হোসাইন (রা.) ৭২ জন সফরসঙ্গী নিয়ে মানবতার নবী (দ.) এর প্রতিষ্ঠিত ধর্ম ইসলামের আদর্শকে সমুন্নত রাখতে আমিরে মুয়াবিয়ার দুশ্চরিত্র পুত্র ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে, হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদত বরণ করেন। ইমাম হুসাইন (রা.) এর তাবু, যুদ্ধের সরঞ্জাম,রওজা মোবারকের নকশা সম্বলিত তাজিয়া,আম্বাড়া,তলোয়ার নিশান নিয়ে বহু বছর যাবত বাংলাদেশের পুরান ঢাকায় মীর মুরাদের স্বপ্ন প্রাপ্তি কারবালার স্মৃতি বিজড়িত এই মহরম পর্ব অত্র এলাকার অনুসারীরা পালন করে আসছে। ১০ ই মহরম পবিত্র আশুরার আয়োজন থাকলেও ইমাম হোসাইন (রা.) এবং শহীদানদের স্মৃতি নকশা জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ মানুষের সমাগম ঘটছে হুসনি দালান ইমাম বাড়ায়। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। আগামী রবিবার ৬ জুলাই এই দালান বাড়ি থেকে পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ শোক রেলি বের হবে।
আপনার মতামত লিখুন :