হারুন অর রশিদ দুদু, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় নিষিদ্ধ বালু মহাল থেকে অবৈধভাবে বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ৪ জুলাই শুক্রবার রাত ১২টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ বালু পরিবহনের সাথে জড়িত ৯ জনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুসারে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং ৯টি ট্রাক জব্দ করা হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৯ ব্যক্তিকে ৭ থেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।” তিনি আরও জানান, জব্দকৃত ট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মূল চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই এলাকায় বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। এতে করে একদিকে যেমন নদী ভাঙন ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছিল, অন্যদিকে জনদুর্ভোগও বৃদ্ধি পাচ্ছিল। প্রশাসন জানিয়েছে,জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ বালু ব্যবসায় জড়িতদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :