বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ,ডেপুটি গভর্নরের পদত্যাগ, পালিয়েছেন কয়েকজন

ব্যবসা-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০১:৩০ পিএম

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ,ডেপুটি গভর্নরের পদত্যাগ, পালিয়েছেন কয়েকজন

এস আলম গ্রæপসহ কয়েকটি প্রতিষ্ঠানের হাজার-হাজার কোটি টাকার বেনামি ঋণসহ বিভিন্ন অনিয়মে সহায়তার দায়ে অভিযুক্তদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন। আর এস আলম গ্রæপের ঘনিষ্ঠ নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের ক্ষমা চেয়ে ব্যাংক থেকে পালিয়েছেন। বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাসও অফিস ত্যাগ করেছেন। কাজী ছাইদুর রহমানের কক্ষ ঘিরে রেখেছেন কর্মকর্তারা। এরকম পরিস্থিতিতে নির্বাহী পরিচালকরা বৈঠকে বসেছেন।
কর্মকর্তাদের দাবি অবিলম্ব গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সব ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচার করতে হবে। তারা যেন দেশ ছাড়তে পালাতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব নির্বাহী পরিচালক অনিয়মে সহায়তা করেছে তাদেরও বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
জানা গেছে, গত ৬ আগস্টের মতো ৭ই আগস্ট বুধবারও গভর্নর আব্দুর রউফ তালুকদার অফিসে আসেননি। ৬ আগস্ট রাতে তার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ৫ আগস্ট সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর থেকেই তিনি গভর্নর ভবন থেকে সটকে পড়েন। কাজী ছাইদুর রহমান ছাড়া অন্য তিন ডেপুটি গভর্নর হলেন- নূরুন নাহার, খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান। তবে বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাজরা ছাড়া পাবেননা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!