সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

রাশিয়ার তৈরি টিকা আর্জেন্টিনায় অনুমোদিত, পৌঁছালো প্রথম চালান

প্রকাশিত: ০৫:৪৫ এএম, ডিসেম্বর ২৫, ২০২০

রাশিয়ার তৈরি টিকা আর্জেন্টিনায় অনুমোদিত, পৌঁছালো প্রথম চালান

রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকার অনুমোদন দিয়েছে আর্জেন্টিনা। এরই মধ্যে সেই টিকার প্রথম চালান দেশটিতে পৌঁছেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। রাশিয়ার তৈরি টিকার তিন লাখ ডোজ আর্জেন্টিনায় পৌঁছেছে গতকাল বৃহস্পতিবার সকালে। কয়েকদিনের মধ্যে টিকা দেওয়া শুরুর ব্যাপারে ভাবছে দেশটি। এদিকে সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার আটশ ৬৫ জন এবং মারা গেছে ৪২ হাজার তিনশ ১৪ জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ১৩ লাখ ৮৪ হাজার দু'শ ৭৭ জন এবং বর্তমানে আর্জেন্টিনায় করোনা রোগীর সংখ্যা এক লাখ ৩৭ হাজার দুশ ৭৪ জন। তাদের মধ্যে তিন হাজার তিনশ ৯০ জনের অবস্থা গুরুতর এবং অন্যদের অবস্থা স্থিতিশীল। সূত্র: বিবিসি
Link copied!