যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ ইলেক্টোরাল ভোটেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ায় ইলেক্টোরাল ভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়। বাইডেন পান ৩০৬ ভোট। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটিতে সাধারণ মানুষের ভোটের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেক্টোরাল কলেজ ভোট।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র রক্ষা পেয়েছে। জনতার ইচ্ছার জয় হয়েছে। দেশের ৮ কোটি ১০ লাখের বেশি মানুষ ভোট দিয়ে আমাকে জয়ী করেছে।