শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ফিলিপাইনে জোড়া বোমা বিস্ফোরণ, নিহত ১৪

প্রকাশিত: ০৩:১৫ এএম, আগস্ট ২৫, ২০২০

ফিলিপাইনে জোড়া বোমা বিস্ফোরণ, নিহত ১৪

ফিলিপাইনের দক্ষিণে সুলুতে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, গতকাল সোমবার মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে প্রাদেশিক রাজধানী জোলো শহরে একটি ব্যস্ত বাজারে। এসময় বাজারটির বাইরে দুটি সামরিক ট্রাক পার্ক করা ছিল বলে জানা গেছে। এতে, ঘটনাস্থলেই সাত সেনা সদস্য ও ছয় বেসামরিক নাগরিক নিহত হন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এর ঠিক পরপরই এক নারী আত্মঘাতী সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর ভেতরে ঢুকে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে, ঘটনাস্থলেই মারা যান আরো একজন। সেনাবাহিনী জানায়, হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও, জঙ্গিগোষ্ঠী আইএসের অনুগত আবু সাইয়াফ গোষ্ঠীর সদস্যরা হামলা দুটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Link copied!