মশার উপদ্রব কমাতে জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করার মেশিন কিনতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
রোববার (২৪ জানুয়ারি) রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানান, একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এ মেশিন কেনা হবে।
শহরের বিভিন্ন স্থানে খাল সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৮৭ সালে ঢাকার সব খাল রক্ষণাবেক্ষণের জন্য ওয়াসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন এই দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার দুই সিটির মেয়রকে। এখন মেয়েরদের দায়িত্ব খাল দখলমুক্ত করে সংস্কার ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা।
তিনি আরও বলেন, ৩৯টি খাল আছে দুই মেয়রের অধীনে। এগুলোর উন্নয়নে মেয়রদের দায়িত্ব দেওয়া হয়েছে।
অ্যাডিস মশা নিধনে বাড়ির মালিকদেরও সতর্ক হতে বলেছেন মন্ত্রী তাজুল ইসলাম।