সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ঈদ উপলক্ষে বিএসএফকে মিষ্টি খাওয়ালো বিজিবি

প্রকাশিত: ১১:১০ এএম, আগস্ট ১, ২০২০

ঈদ উপলক্ষে বিএসএফকে মিষ্টি খাওয়ালো বিজিবি

ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির চেঢ়ঁড়া সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজিবি। ঈদের দিন শনিবার দুপুরে চেঢ়ঁড়া সীমান্তের ছোট যমুনা নদীর পাড়ে আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার রবিউল ইসলাম ভারতের হিলির বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী সংগ্রামকে মিষ্টির প্যাকেট ও ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় বিজিবি-বিএসএফের সদস্যরাও উপস্থিত ছিলেন। আটাপাড়া ক্যাম্প কমান্ডার বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়কের পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেয়া হয়। সীমান্তে সৌহার্দ সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে বলেও তিনি জানান।
Link copied!